বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

অবশেষে ভাঙছে রাঙামাটি জেলা ছাত্রলীগের কমিটি, ২৯ এপ্রিল সম্মেলন

প্রকাশঃ ১৯ মার্চ, ২০২৪ ০১:৪৫:৩৪ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৯:১৬:৩৩  |  ৭২৭

সিএইচটি টুডে ডট কম,  রাঙামাটি।  অবশেষে এক বছরের জন্য গঠিত রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের কমিটি বছরে এসে ভাঙছে আগামী মাসের ২৯ এপ্রিল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের দিন ধার্য হয়েছে এক জরুরি সভা থেকে


সোমবার (১৮ মার্চ) দুপুরে রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভা থেকে এই সিদ্ধান্ত এসেছে  জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভার সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা জরুরি সভায় জেলা কমিটি ভাঙার আগে রাঙামাটি সরকারি কলেজ শাখা, পৌর শাখাসহ মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটিগুলো নতুন করে গঠনের দাবি ওঠে নেতাকর্মীদের আলোচনায় তবে সভায় এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি 


মূলত জেলা ছাত্রলীগের সোমবারের জরুরি সভার আগে রোববার দুপুরে জেলা ছাত্রলীগের শীর্ষনেতাদের সঙ্গে জেলা আওয়ামী লীগ সভাপতি রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদারের সঙ্গে তাঁর চম্পকনগরের বাসভবনে বৈঠক হয় ওই বৈঠকেই সিদ্ধান্ত আসে জেলা ছাত্রলীগের বছরের কমিটি ভাঙার এরপর সোমবারের জরুরি সভা থেকে সম্মেলনের দিন ধার্য হয়


সংগঠনের নেতাকর্মীদের দেয়া তথ্যমতে, জেলা কমিটির অধীনে থাকা ইউনিটগুলোর একটিরও মেয়াদ নেই রাঙ্গামাটির জেলা কমিটির অধীনে দশটি উপজেলা, রাঙামাটি সরকারি কলেজ পৌর কমিটি রয়েছে; যার একটিরও মেয়াদ নেই তবে কলেজ কমিটি নিষ্কিয় দীর্ঘদিন ধরেই


জানা গেছে, ২০১৫ সালের জুন রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এর পরদিন জুন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর আব্দুল জব্বার সুজনকে সভাপতি প্রকাশ চাকমাকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের একটি আংশিক কমিটি ঘোষণা করেন ওই আংশিক কমিটিতে সাইফুল আলম রাশেদকে সিনিয়র সহসভাপতি, এমএন কাউসার রুমিকে সহসভাপতি, রুবেল চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন টিপুকে সাংগঠনিক সম্পাদক করা হয় তবে গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির মেয়াদ এক বছর হলেও কমিটির ঘোষণার আড়াই বছর ২০১৮ সালের ১১ জানুয়ারি ১৫১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় অর্থাৎ মেয়াদ শেষের দেড় বছর পর করা হয় পূর্ণাঙ্গ কমিটি


জেলা ছাত্রলীগের কমিটি ভাঙার বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, আজকের (সোমবার) জরুরি সভা থেকে আগামী ২৯ এপ্রিল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের দিন ধার্য হয়েছে উপজেলা কমিটিসহ অন্যান্য ইউনিট কমিটি নিয়ে সভায় আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের লক্ষ্য সফলভাবে জেলা সম্মেলন করা

প্রকাশ চাকমা আরও বলেন, আমার দীর্ঘ ২২ বছরের ছাত্র রাজনীতির ক্যারিয়ার সুন্দরভাবে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারলেই আমাদের রাজনীতির এক ধরণের সফলতা এবং একই সঙ্গে দীর্ঘদিনের দায়মুক্তিও


 এদিকে, এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগ জানিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, 'স্মার্ট বাংলাদেশ' গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কমিটি গঠনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি জেলা শাখার বার্ষিক সম্মেলন আগামী ২৯ এপ্রিল (সোমবার) আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions