কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে ডুবে ক্রেনটি উদ্ধারে চট্টগ্রাম থেকে নদীপথে আনা হয়েছে একটি বাজ ক্রেন। এখন সেই বাজ ক্রেন দিয়ে ডুবে ক্রেনটি উদ্ধার অভিযান চলছে। ক্রেনটি উদ্ধার শেষে চন্দ্রঘোনা ফেরি চলাচল সচল করা হবে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪টার দিকে বাজ ক্রেনটি চন্দ্রঘোনায় পৌঁছানোর পর শুরু হয় উদ্ধার অভিযান।
জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, গত শনিবার রাতে ডুবে যাওয়া ক্রেনটি উদ্ধারে চট্টগ্রাম থেকে নদী পথে একটি বাজ ক্রেন নিয়ে আসা হয়েছে। বাজ ক্রেন দিয়ে ক্রেন উদ্ধারের পর ফেরি চলাচল সচল করা হবে। আমরা আশা করছি আজ রাতের মধ্যে ক্রেনটি উদ্ধার করা যাবে। উদ্ধারের পর নদীতে ফেরী চলাচল শুরু হবে। উদ্ধার অভিযানে সময় লাগলে বুধবার থেকে ফেরি চালু হবে।
সড়ক ও জনপথ (সওজ) রাঙামাটি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের ১০-১৪ মার্চ ভোর পর্যন্ত কর্ণফুলী নদীতে চন্দ্রঘোনা ফেরি চলাচলের অংশে ড্রেজিংয়ের উদ্যোগ নেয় সওজ। সেজন্য ১০-১৩ মার্চ তিন দিন ফেরি চলাচল বন্ধ থাকার ঘোষণা দেয় সওজ। নদীতে ড্রেজিংয়ের লক্ষে ৯ মার্চ (শনিবার) রাতে একটি ক্রেন আনে সওজ। ওইদিন রাত তিনটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় ক্রেনটি। এতে করে নদীতে ড্রেজিং করা শুরু করা যায়নি।