বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

প্রকাশঃ ১০ মার্চ, ২০২৪ ০২:৫৮:৩০ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১২:৫১:৪৫  |  ৪০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।  আজ রোববার সকালে জেলা শহরের কুমার সমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারনাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে আয়োজিত তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান।

মেলা উপলক্ষে সচেতন নাগরিক কমিটি ( সনাক) রাঙামাটির সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জাতীয় মানবাধিকার কমিশনে সাবেক সদস্য নিরুপা দেওয়ান, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, অমলেন্দু হাওলাদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের বাস্তবায়নের মাধ্যমে আইনভূক্ত সকল সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের সচ্চতা ও  জবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।

উদ্বোধন শেষে তথ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে  অতিথিরা।

মেলায় বিভিন্ন সরকারী- বেসরকারী ৩৩ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions