রবিবার | ২৮ এপ্রিল, ২০২৪

রাঙামাটি জেলা প্রশাসকের সাথে হেডম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৯ মার্চ, ২০২৪ ১০:২৩:৫৩ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ০৬:৫২:৪৬  |  ৬৩০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জেলা প্রশাসক ও সার্কেল চীফ এর সাথে শনিবার রাঙামাটিতে প্রথাগত ঐতিহ্যবাহী হেডম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শহরের একটি রেষ্টুরেন্টে মতবিনিময় সভায় অতিথি ছিলেন জেলা প্রশাসক  মোজাম্মদ মোশারফ হোসেন খান, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। জেলা হেডম্যান এসোসিয়শনের সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে বক্তব্য দেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক কেরল চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় হেডম্যানরা তাদের সন্মানী ভাতা ও রাজস্ব খাজনা  বৃদ্ধি,ভূমির উত্তরাধিকার সুত্রে নাম জারি, হেডম্যান ও কারবারী নিয়োগের সহজিকরন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আপদকালীন খাদ্য শস্য সহযোগিতা, কৃষি জমির সরকারী আদায়ের খাজনা ১৯ শতাংশ মৌজা হেডম্যানদের ফেরত প্রদান, জেলা ও উপজেলায় আইন শৃংখলা সভায় প্রতিনিধি অন্তর্ভূক্ত করা ইত্যাদি দাবী ও সমস্যা তুলে ধরেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, হেডম্যানদের সন্মানী ভাতা বৃদ্ধিসহ অন্যান্য দাবি প্রধানমন্ত্রীর কাছে লেখবেন। এছাড়া খাজনা আদায় ও হেডম্যান নিয়োগের বিষয়ের সহজীকরণসহ বিষয়গুলো বিবেচনা করা হবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions