সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে বিদ্যুৎ, তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবিতে রাঙামাটিতে জনসাধারনের মাঝে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। সকালে কাঠালতলীস্থ দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে বনরুপায় গিয়ে শেষ হয়। এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন,বিএনপি নেতা সাইফুল ইসলাম ভুট্টোসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এই সরকারের কোন জবাবদিহীতা না থাকায় এরা লুটেরায় পরিণত হয়েছে। যেখানে নুন আনতে মানুষের পান্তা পুড়ায় সেখানে দ্রব্যেমুল্যর দাম নিয়ন্ত্রন না করে ক্রমাগত নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মুল্যর দাম বাড়িয়ে দিচ্ছে।
রমজানে খেজুর না খাওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রীরা নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে বলে বক্তারা দাবি করেন।