কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশে বৃক্ষরোপন অভিযান, সাইবার ক্রাইম প্রতিরোধ কার্যক্রম, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার এবং গ্রেফতারী পরোয়ানা তামিল, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও কুইক রেসপন্স সেবা প্রদান ও বিবিধ কর্মকান্ডের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ জাহেদুল ইসলাম।
আজ (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৪ এর উদ্ধোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পরিয়ে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ জাহেদুল ইসলাম এর পিপিএম পদক প্রাপ্তিতে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ।