শুক্রবার | ১৮ অক্টোবর, ২০২৪

রাঙামাটিতে বিরোধপূর্ণ ভূমি পরিদর্শন, মীমাংসা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:৩২:০১ | আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৪ ০৩:৫৪:০৭  |  ১১০১

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে একটি বিরোধপূর্ণ ভূমি পরিদর্শন বৈঠক করেছে জেলা লিগ্যাল এইড অফিস


মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলার নম্বর সাপছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি গ্রামে ভূমি পরিদর্শন বৈঠক করেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ বিরোধপূর্ণ ভূমি পরিদর্শনকালে সাপছড়ি মৌজার হেডম্যান দীপন দেওয়ানসহ নালিশী জমির বাদী বিবাদীগণ উপস্থিত ছিলেন


জেলা লিগ্যাল এইড অফিস সূত্র জানিয়েছে, ১৯৮৭ সালে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি গ্রামে ধীরেন্দ্র চাকমা তার আত্মীয় পূর্ণচরম চাকমার কাছ থেকে এক একর জমি কিনেন কিন্তু জমি ক্রয়ের পর যাবৎ পর্যন্ত ভূমির দখল পাননি ধীরেন্দ্র চাকমা জমি উদ্ধারে নানা উদ্যোগ নিয়েও ব্যর্থ হন অবশেষে লিগ্যাল এইড অফিসের দ্বারস্ত হন ধীরেন্দ্র


রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ বলেন, এই অঞ্চলে ভূমি জরিপ না হওয়ায় আপসে বিরোধ মীমাংসা এবং দ্রুততম সময়ে বিরোধ মীমাংসার স্বার্থে স্থানীয় জনগণ, হেডম্যান-কার্বারি বিচারপ্রার্থীদের উপস্থিতিতে নালিশী জমিতে আমরা সরেজমিন মীমাংসা সভা করি এতে জনগণ উপকৃত হচ্ছে

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions