বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

রাঙামাটি বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দিলেন জেলা প্রশাসক

প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:৫৮:৩৮ | আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ ১১:৫৯:০৪  |  ৩৪৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। রোববার সকালে আসামবস্তিতে বধির বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন জেলা প্রশাসক।

এসময় বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশগুপ্তের সভাপতিত্বে ও বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাছির উদ্দিনের সঞ্চালনায়- অ্যাডভোকেট মঈনুল ইসলাম হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার নাবিল নওরোজ বৈশাখ, বধির কল্যাণ সমিতির সহ-সভাপতি টিটু চৌধুরী, সাধারন সম্পাদক সাগর আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তারসহ বিদ্যালয় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক বলেন, রাঙামাটি বধির বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজের বিশেষ নাগরিক। এদের পেছনে ফেলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা কখনোই সম্ভব নয়। তাই অতীতে জেলা প্রশাসন যেভাবে রাঙামাটি বধির বধির বিদ্যালয়কে সার্বিক সহযোগিতা করেছে আমিও তা অব্যাহত রাখবো। তিনি বধির বিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

সংক্ষিপ্ত আলোচনার পর জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন।



রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions