পাহাড় এবং সমতলের মধ্যে কোন বিভেদ থাকবে না এমন বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘাইছড়ির সাবেক মেয়রের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাজে দীর্ঘসূত্রিতা পরিহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। জুরাছড়ি উপজেলায় "ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি" প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ উপজেলা বিশ্রামাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, এস আই মোঃ রিয়াদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, আবাসিক মেডিকেল অফিসার সহকারি সার্জন ডাক্তার মোঃ ফয়সাল বিন ফেদৌস, সহকারি কৃষি কর্মকর্তা মোঃ হারুন রশীদ ভুইঞা, স্থানীয় হেডম্যান মায়া নন্দ দেওয়ান, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রোগ্রেসিভের সুপ্তি দেওয়ানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সভা প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা। পরে প্রোগ্রেসিভের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম ও "ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি" প্রকল্পের কর্মপরিকল্পনা বিষয়ে প্রজেক্টটরে মাধ্যমে উপস্থাপন করেন প্রকল্পের ফোকাল পারসন গোর্কি চাকমা।
সভায় প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের অর্থনৈতিক কাজে সংপৃক্ত করনে কাজ বিষয়ে আলোচনা করা হয়।