কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারির খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে হিলমুন সুইটস্ নামে এক দোকানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রবিবার সকালে (১৮ ফেব্রুয়ারি) রিজার্ভ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ময়লা, দুর্গন্ধযুক্ত খাবার রাখা ও বিক্রয় করায় ৩ লাখ টাকা জরিমানা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ বিন ইকরাম।
এসময় রাঙামাটি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী, রাঙামাটি পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ফিরোজ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রাঙামাটি পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ফিরোজ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে ৩ লাখ টাকা জরিমানা ও খাবারগুলো ধ্বংস করা হয়।