বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

পুলিশের ‘বাধায়’ গলিতেই শেষ হলো বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশঃ ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:১২:২৮ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৯:৫২:৪৪  |  ৪১৭

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পুলিশের বাধা উপেক্ষা করেই রাঙামাটিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি যদিও বিএনপির নেতারা মিছিল নিয়ে জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপায় আসতে চাইলেও পুলিশের বাধার কারণে একটি গলির ভেতরে গিয়েই লিফলেট বিতরণ শেষ করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ‘ডামি নির্বাচনবাতিলসহ বিভিন্ন দাবিতে লিফলেট বিতরণ করে রাঙামাটি জেলা বিএনপি


শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুলিশের বাধার মুখে দলীয় কার্যালয় থকে একটি সংক্ষিপ্ত মিছিল বের হয়ে বনরূপা বাজার আসতে চাইলে পুলিশের বাধার সম্মুখীন হয় পরে বিএনপি কার্যালয়ের পাশের গলি আলম ডকইয়ার্ডে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতারা


লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনিরসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করে


এর আগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এখন বাজারে ঢোকা যায় না সব কিছুর দাম আকাশ চুম্বি; ফলে এদেশ গণতন্ত্রকে বাঁচাতে হবে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের অধিকার আদায় না হবে; ততদিন রাজপথে থাকার ঘোষণা দেনএসময় বক্তারা পুলিশ-প্রশাসনকেনিরপেক্ষভাবেদায়িত্ব পালনের আহবান জানায়


সমাবেশে শেষে বিএনপির নেতারা বনরূপার দিকে আসতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন


  নিয়ে বক্তব্য জানতে চাইলে রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, ‘কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে; বিএনপির এমন অভিযোগ সঠিক নয় আমরা রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে রুটিন কাজ করেছি

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions