কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য জেলা রাঙামাটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় এই প্রদর্শনী। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা।
প্রদর্শনীতে মোট ৭৭টি ছবি স্থান পেয়েছে। এরমধ্যে ৪৭টি আঁকা আর বাকী ৩০টি ধারণ করা ছবি। এতে চিত্রশিল্পী রনেল চাকমা, ধনমনি চাকমা, উদয় শংকর চাকমা, দয়াল মোহন চাকমা ও নান্টু চাকমার আঁকা ছবি এবং আলোকচিত্রী সবুজ চাকমা, সঞ্চয় চাকমা ও জয় চাকমার তোলা ছবি স্থান পেয়েছে।
চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে এক সময় পার্বত্য চট্টগ্রামে শিক্ষার ‘বাতিঘর’ হিসেবে পরিচিত মোনঘর আবাসিক বিদ্যালয়ের সহযোগী সংগঠন মোনঘর সাপোর্ট গ্রুপ।
আয়োজকরা জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসের পর মেধাবী শিক্ষার্থীদের কারিগরি ও উচ্চতর শিক্ষার সুযোগ সৃষ্টিতে মোনঘর উচ্চশিক্ষা কর্মসূচি চালু রয়েছে। এই কর্মসূচির আওতায় বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কারিগরি ও নার্সিং ইনস্টিটিউটে ১০৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এসব শিক্ষার্থীদের সহায়তার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ হিসেবে দুই দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মোনঘর সাপোর্ট গ্রুপের সভাপতি ও প্রদর্শনীর আয়োজক ডা. পরশ খীসা জানান, মোনঘর উচ্চ শিক্ষা কর্মসূচির আওতায় জেলা শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক দৃশ্য, জীবন-জীবিকা ও পশু-পাখির বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়েছে। প্রদর্শনী থেকে প্রাপ্ত যাবতীয় অর্থ মোনঘর উচ্চ শিক্ষা কর্মসূচির তহবিলে দান করা হবে। এ টাকা সহযোগিতা করবে পাহাড়ের প্রান্তিক এলাকা থেকে ওঠে আসা শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয়ে।