কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রামে চাকমা গানের প্রখ্যাত শিল্পী ও গেংখুলী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রূপায়ন দেওয়ান (৬৭) রাঙা পরলোকগমন করেছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টায় রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। সংগীত শিল্পী রূপায়ন দেওয়ানের রাঙার বড় ভাই হেডম্যান উদয়ন দেওয়ান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে চাকমা গানের প্রখ্যাত এই সংগীত শিল্পীর মরদেহ তার বড় ভাই ও হেডম্যান উদয়ন দেওয়ানের রাজদ্বীপ মন্দিরপাড়ার বাসায় রাখা হয়েছে। ব্যক্তিগত জীবনে রাঙা দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। ছয় মাস আগে রাঙার স্ত্রী পুষ্পিতা চাকমাও পরলোকগমন করেছেন। তবে কিডনি রোগে আক্রান্ত রূপায়ন দেওয়ান বিগত তিন বছর ধরে ডায়ালাইসিস করাতেন বলে জানিয়েছেন তার বড় ভাই উদয়ন দেওয়ান। উদয়ন জানান, ‘আগামীকাল বুধবার রাজবাড়ী মহাশ্মাশানে আমার ভাইয়ের মৃতদেহের সৎকার করা হবে।’
এদিকে, চাকমা গানের প্রখ্যাত শিল্পী রূপায়ন দেওয়ানের মৃত্যুতে চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইমতিয়াজ মাহমুদ, সংগীত শিল্পী রনজিৎ দেওয়ান, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমাসহ পাহাড়ের বিশিষ্টজনরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।