কাউখালী প্রেস ক্লাবের সদস্য পদ থেকে মো.ওমর ফারুককে বহিষ্কার পাহাড়ের কৃতি খেলোয়ার ঋতুপর্ণা চাকমাকে কে সংবর্ধনা দিলো কাউখালী বিএনপি বান্দরবানে শীতার্থদের জন্য জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র দিলো আশা খাগড়াছড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিদগ্ধ রোগীর আত্মহত্যা চাকরী পুনঃবহাল ও ক্ষতিপূরণের দাবীতে বিডিআর সদস্য-পরিবারের মানববন্ধন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির রাজস্থলী উপজেলায় সড়কে একটি পাথরবোঝাই ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কের ইসলামপুর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, রাজস্থলীতে সীমান্ত সড়কের বিলাইছড়ি ফারুয়া ও ধুমধুমিয়া সড়কের নির্মাণ কাজে ব্যবহারের জন্য এসব পাথর নেওয়া হচ্ছিলো। দুর্ঘটনা কবলিত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে উল্টে যায়। এতে করে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে সড়কের এক পাশ দিয়ে শুধুমাত্র মোটরসাইকেল ও মানুষজন হেঁটে পার হতে পাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) রাঙামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রাজস্থলীতে সীমান্ত সড়কের একটি পাথরবোঝাই ট্রাক উল্টে গেছে। পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা ট্রাকটি আনলোড করে ট্রাকটি সড়কের ওপর থেকে সরিয়ে নেবে।