সোমবার | ১৬ সেপ্টেম্বর, ২০২৪

রাঙামাটি কলেজে সাহিত্য ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:৪৭:২৩ | আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:০১:৫০  |  ৫১৩

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি সরকারি কলেজে বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক এবং অন্তঃক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

 

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ মিলনায়তনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এর আগে, সকালে অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

 

এতে কলেজের বার্ষিক অন্তঃক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক মো. নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক শান্তনু চাকমা, বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহবায়ক নাজিম উদ দৌলাহ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

 

এসময় বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই সৃজনশীল মানুষ গঠনে এমন বিভিন্ন ধরণের আয়োজনে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে সাহিত্য চর্চা, খেলাধুলা শারীরিক মানসিকভাবে আমাদের সুস্থ রাখে তবে একই সঙ্গে লেখাপড়াও যেন ব্যাহত না হয় সেদিকে নজর রাখতে হবে

 

এর আগে, গত ২৪-২৫ জানুয়ারি রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণে অন্তঃক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের দাবা, কেরাম, ব্যাডমিন্টন, টেবিল-টেনিসসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, লোকগীতি, লোকনৃত্যসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions