বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

প্রকাশঃ ০৭ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:৩৪:০৭ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০৯:১৩:৪৩  |  ৫১১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যে রাঙামাটিতে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৪ পালন করা হয়েছে।

বুধবার সকালে জেলা সমাজ সেবা কার্যালয় প্রাঙ্গণে সমাজ সেবা অধিদপ্তর রাঙামাটি পার্বত্য জেলার আয়োজনে, রাঙামাটি বধির কল্যাণ সমিতি ও রাঙামাটি বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. ওমর ফারুক।

জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রূপনা চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি পরিচালক বিশ্বজিৎ চাকমা।

বক্তব্য রাখেন- প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা অমরচান চাকমা, রাঙামাটি বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাছির উদ্দিন, রাঙামাটি বধির কল্যাণ সমিতির সহ-সভাপতি টিটু চৌধুরী (বধির), সাধারণ সম্পাদক সাগর আলী (বধির)। ইশারা ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন- রাঙামাটি বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক (দোভাষী) হাসিনা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে- জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. ওমর ফারুক বধির প্রতিবন্ধী শিশুদের ইশারা ভাষা শিক্ষায় অভিভাবকদের আরো গুরুত্ব দেওয়ার আহবান জানান। এর পাশাপাশি তিনি অভিভাবকদেরও ইশারা ভাষা শেখার আহবান জানান।

আলোচনা সভার পূর্বে রাঙামাটি বধির কল্যাণ সমিতি এবং বধির (বাক-শ্রবণ) বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions