রাঙামাটিতে চিত্রশিল্পী চুনীলাল দেওয়ানের ১১৩তম জন্মবার্ষিকী পালিত
প্রকাশঃ ০৩ ফেব্রুয়ারী, ২০২৪ ০৭:০১:১৯
| আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ ১১:১০:৪৩
|
৫৩৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে বরেণ্য চিত্রশিল্পী ও কবি চুনীলাল দেওয়ানের ১১৩তম জন্মবার্র্ষিকী উপলক্ষে তাঁর শিল্পকর্ম প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার বিকেলে ক্ষুদ্র-নুগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে রাঙামাটি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শতাধিক শিশু ও কিশোর-কিশোরী অংশ নেয়। এসময় সেখানে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। শিশুদের সঙ্গে অভিভাবকরাও শিল্পী চুনীনাল দেওয়ানের শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটরিয়ামে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও রাঙামাটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় চিত্রশিল্পী প্রয়াত চুনীলাল দেওয়ানের ১১৩তম জন্ম বার্র্ষিকী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটের সাবেক পরিচালক সুগত চাকমা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি শিল্পকলা একাডেমীর প্রাক্তন কালচারাল অফিসার মুজিবুল হক বুলবুল, সুর নিকেতনের পরিচালক মনোজ বাহাদুর গুর্খা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাগরিকা রোয়াজা, শিল্পী চুনীলাল দেওয়ানের জ্যেষ্ঠ পুত্র রনজিৎ কুমার দেওয়ান। এতে সভাপতিত্ব করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা।
বরেণ্য চিত্রশিল্পী চুনীলাল দেওয়ান ১৯১১ সালের ৩ ফেব্রæয়ারি খাগড়াছড়ির দিঘীনালায় জন্ম গ্রহণ করেন। তাঁর পুর্বপুরুষদের আদি নিবাস রাঙামাটি সদর উপজেলায় বড় আদাম গ্রামে। পরবর্তীতে রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি ১৯৩৪ সালে কলকাতা আর্ট কলেজের প্রাচ্যকলা বিভাগ থেকে ডিপ্লোম অর্জন করেন। চুনীলাল দেওয়ানের শিল্পকর্মগুলো শিল্পাচার্য জয়নুল আবেদিন ও কামরুল হাসান ভুয়সী প্রশংসা করেছেন বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে। তিনি একাধারে চিত্রশিল্পী, কবি,গীতিকার ও সুরকার ছিলেন। তিনি ১৯৫৫ সালের ২৪ ডিসেম্বর পরলোক গমণ করেন।
রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা শুভ্রজ্যোতি চাকমা বলেন- সরকারি উদ্যোগে বরেণ্য চিত্রশিল্পী চুনীলাল দেওয়ানের ১১৩তম জন্ম বার্ষিকী পালন করা হচ্ছে। এজন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি । আমাদের পার্বত্য অঞ্চলের গুণীজনদের এভাবে স্মরণ করতে পারায় আমরা গর্ববোধ করি।