বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

বাঘাইছড়ির সাজেকের কংলাক পাহাড়ে রিসোর্টে আগুণ

প্রকাশঃ ০২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:৩৮:০৬ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৮:৩৩:৩১  |  ৫৫৫

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি(রাঙামাটি)।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির কংলাক পাহাড়ে অবস্থিত রিসোর্টে আগুন লেগেছে

 

বৃহস্পতিবার মধ্যরাতে সাজেকের মেঘছোয়া  রিসোর্টে আগুন লাগে, মুহুর্তেই আগুন আশেপাশের রিসোর্ট, দোকান বসতঘরে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শিরা জানায়, কংলাক পাহাড়ের মেঘছোয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় সেখান থেকে আগুন লাগে বলে ধারনা করা হচ্ছে। সেনাবাহিনী স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে ২টা রিসোর্ট, একটা বাড়ি একটি দোকান সম্পুর্ণ পুড়ে গেছে। 

 

সাজেক কটেজ মালিক সমিতির সহ সভাপতি চাইথুয়াং অং চৌধুরী জয় জানান, মেঘছোয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি একটি দোকান পুড়ে যায়, অবশ্য পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আগুণে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions