বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

রাবিপ্রবি’র হলে ছাত্রদের ‘ভয়ভীতি’: ছাত্রলীগ নেতাকে ৬ মাস হলে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশঃ ৩০ জানুয়ারী, ২০২৪ ০৪:৫২:৩৩ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৮:৩৭:০৬  |  ৬১৬

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (রাবিপ্রবি) ছাত্র হলের শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন, নিয়ম বহির্ভূতভাবে হলের আসনে ছাত্র তোলাসহ কয়েকটি অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে জরিমানা হলে প্রবেশে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন


এছাড়াআপত্তিকরশব্দ ব্যবহারের অভিযোগে আরও চার ছাত্রকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা


মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে এক নোটিসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট দফতর


ছয় মাসের জন্য ছাত্র হলে প্রবেশে নিষেধাজ্ঞা পাওয়া আকিব মাহমুদ হাসান বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আকিব হাসান রাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনও কমিটি গঠিত না হলেও একাংশের নেতৃত্ব দিচ্ছেন আকিব হাসান


প্রভোস্ট দফতরের নোটিশে বলা হয়েছে, রাবিপ্রবি কর্তৃপক্ষের আবাসিক হল/হোস্টেলে সংক্রান্ত বিধানের .৪৩ ধারা অনুযায়ী রাবিপ্রবি আবাসিক ছাত্র হলে ভয়-ভীতি প্রদর্শন বা হুমকি প্রদান, নিয়মবহির্ভূতভাবে হলের আসনে অন্য ছাত্রকে তোলা, পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি বিনষ্ট করে আবাসিক ছাত্র দলের পড়াশোনার পরিবেশ শৃঙ্খলাজনিত বিধান লঙ্ঘন করায় আকিব মাহমুদ হাসানকে হাজার টাকা জরিমানা এবং ফেব্রুয়ারি থেকে আগামী মাসের জন্য আবাসিক ছাত্র হলে প্রবেশ অবস্থানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হলো


সতর্ক পাওয়া চার শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের মো. রিয়াদ, পাংশু চাকমা, সিএসই বিভাগের মুহাম্মদ আবীর চৌধুরী মো. মহিউদ্দিন মুন্না


প্রভোস্ট দফতরের নোটিশেবলা হয়, রাবিপ্রবির আবাসিক হল/হোস্টেল সংক্রান্ত বিধানের .১৯ ধারা অনুযায়ী হলের মধ্যে চিৎকার করা, উচ্চ স্বরে গান গাওয়া, উপহাস করা, আপত্তিকর শব্দ ব্যবহার করে ছাত্রহলের পড়াশোনার পরিবেশ শৃঙ্খলাজনিত বিধান লঙ্ঘন করায় চার আবাসিক ছাত্রদের প্রথম পর্যায়ে সতর্ক করা হলো


রাবিপ্রবি হল প্রশাসনের সহকারী প্রভোস্ট সৌরভ দত্ত আহমেদ ইমতিয়াজের যৌথ সই করা নোটিসে জানানো হয়েছে, সতর্ক পাওয়া ছাত্ররা এই আদেশ পুনরায় লঙ্ঘন করলে পরবর্তীতে বরাদ্দকৃত আসন বাতিল, আর্থিক জরিমানাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে


অন্যদিকে, আগামী মাসের জন্য ছাত্রহলে প্রবেশ অবস্থানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা পাওয়া প্রসঙ্গে বলা হয়েছে, আদেশ লঙ্ঘন করলে পরবর্তীতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions