বুধবার | ২৩ অক্টোবর, ২০২৪

রাবিপ্রবি’র অসুস্থ শিক্ষার্থীর পাশে রাঙামাটি জেলা পুলিশ ও বিকাশ লিমিটেড

প্রকাশঃ ২৫ জানুয়ারী, ২০২৪ ০২:৪৮:০২ | আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ ১১:৪৯:১৭  |  ৪৩৬

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। হাঁড়জনিত (এংকাইলোজিং স্পন্ডিলাইটিস) বিরল রোগে আক্রান্ত রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী রুপক খীসার পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি জেলা পুলিশ মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড

 

আজ ২৫ জানুয়ারী বৃহস্পতিবার রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণারের সভাকক্ষে অসুস্থ শিক্ষার্থী পরিবারের কাছে নগদ লক্ষ টাকা প্রদান করেন রাঙামাটি জেলা পুলিশ মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড।

 

এসময় রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), বিকাশ লিমিটেড এর এক্সটার্নাল এফেয়ার্স এর ইভিপি বিভাগীয় প্রধান মেজর .কে.এম. মনিরুল করিম (অবঃ), এসিস্ট্যান্স ম্যানেজার মোঃ কামরুল ইসলাম, রাবিপ্রবি' প্রক্টর (ভারপ্রাপ্ত) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যন . নিখিল চাকমা, সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জনাব আহমেদ ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব শাহনেওয়াজ রাজু বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব জাহেদুল ইসলাম, হিসাব দপ্তরের পরিচালক জনাব মো: নূরুজ্জামান, রাঙামাটি  জেলা পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব নুরে আলম এবং অসুস্থ শিক্ষার্থীর মামা এডভোকেট রাজীব চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা এবং সিএসই বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions