সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে ব্রয়লার মুরগী পালন ব্যবস্থাপনা এবং বায়োগ্যাস ও ভর্মিকম্পোস্টের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙামাটির জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা'র আয়োজনে এ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা এ কে এম ফজলুল হক।
আশা রাঙামাটি জেলার রিজিওয়ান ম্যানেজার মো ছালেহ উদ্দীনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা লেনিন দে, আশা রাঙামাটির তবলছড়ির সিনিয়র ব্যাঞ্চ ম্যানেজার সুমেন বিকাশ চাকমা,উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনে জেলার ৩০ জন ব্রয়লার মুরগী পালনকারী খামারী অংশ নেয়।