বুধবার | ২৩ অক্টোবর, ২০২৪

বিপুলসহ ৪ যুব নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৪ ০৫:৩৯:৫০ | আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ ১১:৫২:২৬  |  ৫৩৩

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। খাগড়াছড়ি পানছড়িতে চার ইউপিডিএফ নেতাকে গুলি করে  হত্যার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে  ইউপিডিএফ সমর্থিত চার  সংগঠন। 

 

রবিবার(২১ জানুয়ারী) দুপুরে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গনতান্ত্রিক যুব ফোরাম ইউপিডিএফ রাঙামাটি জেলা শাখা ' আয়োজনে বিক্ষোভ মিছিলটি কুতুকছড়ি বাজার থেকে বের করে রাঙামাটি - খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিন করে এবং পরে কুতুকছড়ি মধ্যমপাড়া ধর্ম ঘর মাঠ প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়

 

এসময় সমাবেশে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা শাখার পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তনুময় চাকমা, গনতান্ত্রিক যুব ফোরামের সাধারন সম্পাদক তৈনুমং মারমা, নারী সংঘের প্রতিনিধি পিংকি চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের সভাপতি রিমি চাকমা ইউপিডিএফ সংগঠক বিবেক চাকমা প্রমুখ

 

এসময় সমাবেশে পানছড়িতে খুনের ঘটনার সাথে জড়িতদের  গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া গুম-খুনের যদি  বিচার হতো তাহলে  এমন ঘটনা ঘটতো না। বিপুল,সুনীল, লিটন, রুহিনদের হত্যার ৪১ দিন পার হয়ে গেলেও তাদেরকে প্রশাসন এখনো গ্রেফতার করতে পারে নাই। যদি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন বক্তারা। 

 

 গত ১১ ডিসেম্বর রাতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার অনিল পাড়ায় গুলি করে ইউপিডিএফের সহযোগী সংগঠনের চার যুব নেতাকে হত্যা করা হয়। এই ঘটনার পর নিখোঁজ তিনজনকে গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলাবাহিনী উদ্ধারের কথা জানালেও সমাবেশ থেকে উদ্ধার ঘটনাকে 'নাটক' বলছে ইউপিডিএফের নেতারা

 

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions