বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে রাঙামাটি জেলা পুলিশের কম্বল বিতরণ

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৪ ০৪:১৩:৩৬ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ১২:৩৪:০৬  |  ৪০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে শীতার্ত ও দরিদ্র পাচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করে পাশে দাড়িয়েছে রাঙামাটি জেলা পুলিশ। শনিবার (২০জানুয়ারি ) সকাল ১১টায় কোতোয়ালি থানা প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

শীতবস্ত্র বিতরণনের সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ  শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম এবং থানার ওসি মোহাম্মদ  আলীসহ অন্যান্য কর্মকর্তারা।

এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, সারাদেশের মতো রাঙামাটি পার্বত্য জেলাতেও শীতের তীব্রতা বেড়েছে। এ কারণে অসহায় ও দরিদ্র মানুষেরা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। তাই শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে থাকার জন্য তাদের এই প্রচেষ্টা। তিনি সমাজের বিত্তবানদের প্রতি শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
অনুষ্ঠানে পাচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions