বৃহস্পতিবার | ২৮ নভেম্বর, ২০২৪

লংগদুতে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা, গুড়িয়ে দিল বন বিভাগ

প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২৪ ০৭:২৮:৫২ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৪:৪২:৫৬  |  ৫৪২

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির লংগদু উপজেলায় সংরক্ষিত বনাঞ্চল এলাকায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বন বিভাগ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকে জেলার লংগদু উপজেলার গুলশাখালী মৌজা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন পাবলাখালী রেঞ্জের রাঙ্গিপাড়া বিটের গুলশাখালী মৌজা এলাকায় জনৈক মাসুদ মো. সিদ্দিকুর রহমান নামের দুই ব্যক্তি আনুমানিক দুই একর সংরক্ষিত বনভুমি দখলের উদ্দেশ্যে অবকাঠামো নির্মাণের অপচেষ্টা করে

 

ঘটনার পর আজ মঙ্গলবার পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার ৩৭ রাজনগর ব্যাটালিয়নের (বিজিবি) সহযোগিতা অভিযান করে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় সকাল ৯টায় শুরু হওয়া অভিযান শেষ হয় দুপুরে


অভিযানে রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদারের সঙ্গে রাঙ্গিপাড়া বিট কর্মকর্তা মো. কামরুজ্জামান, ৩৭ রাজনগর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হাফিজুর ইসলামসহ বনকর্মী বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন


বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার বলেন, দুই একর সংরক্ষিত বনভূমি বেদখলের উদ্দেশে দুই ব্যক্তি অবৈধ স্থাপনা তৈরির চেষ্টা চালায় আমরা দিনভর অভিযান চালিয়ে স্থাপনা গুড়িয়ে দিয়েছি দুই আসামির বিরুদ্ধে বন মামলা দায়েরের কাজ চলমান রয়েছে

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions