চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। তৃনমুল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচির আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিস আয়োজিত রাঙামাটি সদর উপজেলায় মাসব্যাপী অনুর্ধ ১৫ বয়সী ফুটবল প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারী) বিকাল ৩টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে এ প্রশিক্ষন কর্মসুচির উদ্বোধন করেন, প্রধান অতিথি রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার বলেন, ভালো খেলোয়াড় হতে হলে প্রশিক্ষনের বিকল্প নেই। শুধু ভালো খেলোয়াড় হলে চলবে না, ভালো মনের মানুষও হতে হবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষন নেওয়ার আহবান জানিয়ে বলেন, একজন ভালো খেলোয়াড় দেশ ও জাতির সুনাম বৃদ্ধিতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কিংশুক চাকমা, নানিয়ারচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিপন দাশ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও ফুটবল প্রশিক্ষক আব্দুল মঈন, সদস্য মোঃ নজরুল ইসলাম, ফুটবল প্রশিক্ষক মোঃ হানিফ প্রমুখ। সঞ্চালনা করেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক মোঃ হাসান উদ্দিন।
মাসব্যাপী এ প্রশিক্ষনে বিভিন্ন বিদ্যালয় ও একাডেমীর ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।