সোমবার | ২১ অক্টোবর, ২০২৪

থার্টি ফাস্টের আমেজ নেই রাঙামাটিতে, নেই কোনো আয়োজন

প্রকাশঃ ৩১ ডিসেম্বর, ২০২৩ ০৬:৪৪:০৭ | আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৪ ০৫:৩৬:২৭  |  ৫১২

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ইংরেজি বছরের শেষ দিন থার্টি ফাস্ট ডে উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে আশানুরূপ পর্যটকের দেখা মেলেনি হোটেল-মোটেলে বুকিংয়ের সংখ্যা খুবই কম পর্যটকদের উপস্থিতি কম থাকায় কাপ্তাই হ্রদ ভ্রমণের ট্যুরিস্ট বোট পড়ে আছে ঘাটে অলস সময় কাটাচ্ছেন বোট চালকরাও তবে হোটেল-মোটেল, পর্যটন বিনোদনকেন্দ্র সংশ্লিষ্টরাও রাখেননি কোনো আয়োজন

 

সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক অস্থিরতায় পর্যটকের উপস্থিতি কমে গেছে পাহাড়ে তবে নির্বাচন শেষে পর্যটকের উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা অনেকেই

 

আজ রোববার দুপুরে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতুতে গিয়ে দেখা গেছে, বছরের শেষ দিন উপলক্ষে বাড়তি কোনো পর্যটকের চাপ নেই যারা ঝুলন্ত সেতুতে বেড়াতে এসেছেন বেশিরভাগ দিনের বেলায় ঘুরে রাতে ফিরে যাবেন তবে বেড়াতে আসা মানুষের মধ্যে স্থানীয়রাও রয়েছেন

 

নোয়াখালী থেকে কয়েকজন পর্যটক জানান, তারা কাপ্তাইয়ের নেভি ক্যাম্প থেকে ঘুরে আসামবস্তি হয়ে রাঙামাটিতে বেড়াতে এসেছেন দিনভর ঘুরে বিকালে ফিরে যাবেন

 

চট্টগ্রাম থেকে এক ব্যাংকার দম্পতি জানান, সারাবছর তো তেমন সুযোগ থাকে না বছরের শেষদিনে রাঙামাটিতে ঘুরতে এলাম এখানে পর্যটকের উপস্থিতি খুবই কম তবে পর্যটকদের উপস্থিতি টানতে এখানে আরও কিছু উন্নয়নমূলক কাজ করা প্রয়োজন

 

পর্যটন ঝুলন্ত সেতুর টিকেট বিক্রয় কর্মী মো. সোহেল বলেন, এই মৌসুমে পর্যটকদের উপস্থিতি খুবই কমই আজ সকাল থেকে ঝুলন্ত সেতুতে তেমন পর্যটক আসেননি বিকালের দিকে আরও কিছু পর্যটক আসতে পারেন

পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, আমাদের ২০ শতাংশ রুম বুকিং রয়েছে তবে এটি খুবই কম পর্যটকদের বুকিং কম থাকায় আমরা তেমন কোনো আয়োজনও এবার রাখেনি আশা করছি নির্বাচনের পর পর্যটকের উপস্থিত বাড়বে

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions
Error
Whoops, looks like something went wrong.