চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা, প্রহসনের নির্বাচন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় রাঙামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপা বাজারে লিফলেট বিতরণ করে যুবদল নেতারা। এসময় বনরূপা বাজার থেকে সমতাঘাট পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমের নেতৃত্বে এতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবী, সহসভাপতি জাফর উদ্দিন টুনু, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মো. সিরাজুল মোস্তফা, সদস্য সচিব কামাল উদ্দিন, সদর থানা যুবদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিমসহ আরও অনেকেই।
কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক আবু সাদাৎ মো. সায়েম জানান, স্বৈরাচারি সরকার এক দলীয় ডামি নির্বাচন করতে যাচ্ছে। এই প্রহসনের নির্বাচন সাধারণ মানুষ মেনে নেবে না। সর্বস্তরের মানুষকে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনে সম্পৃক্ত করতে আমরা লিফলেট বিতরণ, মিছিল করে।