শুক্রবার | ২৯ নভেম্বর, ২০২৪

কাপ্তাই ন্যাশনাল পার্কে ১১ফুট দৈর্ঘ্যর অজগর সাপ অবমুক্ত

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২৩ ০২:১৪:৩৪ | আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ ০৭:৫৯:১২  |  ৪৯৪
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। রাঙামাটির কাপ্তাই ন্যাশনাল পার্কে ১১ফুট দৈর্ঘ্য অজগরসাপ অবমুক্ত করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে রামপাহাড় বিট এলাকায় ন্যাশনাল পার্কে সাপটি অবমুক্ত করে রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ।

সাপটি জীবতলী ১০ আর ই ব্যাটালিয়ন  সেনাক্যাম্প এলাকায় ছাগল ফার্মে ছাগল খেতে এসে সৈনিকদের হাতে আটক হয়।পরে বন বিভাগকে খবর দিয়ে  তারা এসে সাপটি উদ্বার করে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান আটক অজগরটির দৈর্ঘ্য ১১ফুট ওজন প্রায় ২০কেজি। বিভাগীয় কর্মকর্তার নির্দেশে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

এসময় রামপাহাড় বিট কর্মকর্তা মাসুদ রায়হান,ব্যাংঙছড়ি বিট কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসেনসহ বনকর্মীরা  উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions