শুক্রবার | ২৯ নভেম্বর, ২০২৪

নানা আয়োজনে লংগদুতে বিজয় দিবস উদযাপন

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৩ ০২:০৫:৪৩ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৪:২৯:৪৪  |  ৪৪৫

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।বিজয়ের ৫২ বছর পূর্তিতে অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বিজয় দিবসে শহীদের স্মরণে রাঙামাটির লংগদুতে তোপধ্বনির মধ্যে দিয়ে শনিবার সকালে লংগদু উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পাশে অবস্থিত অস্থায়ী স্মৃতিসৌধে, বঙ্গবন্ধু ম্যুরালে বিজয়ের শুভ সূচনায় উপজেলা প্রশাসন পরিষদের পুষ্পস্তবক অর্পণ করা হয়

 

এরপর লংগদু থানা, উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন, আনসার ভিডিপি, মুক্তিযুদ্ধ কমান্ডার, লংগদু প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন, সংস্থা, স্কুল কলেজের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়

 

পুষ্পস্তবক অর্পণ শেষে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পরিষদের মাঠে জাতীয় পতাকা উড়িয়ে, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার অংশগ্রহণে কাবদল, ডিসপ্লে, কুচকাওয়াজ সহ বিভিন্ন প্রতিযোগিতা আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়রা বেগম, বাঘাইছড়ি সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আব্দুল আউয়াল চৌধুরী, লংগদু থানার নবাগত অফিসার ইনচার্জ হারুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, জেলা পরিষদের সদস্য আসমা বেগম প্রমুখ

 

উপজেলা মৎস কর্মকর্তা তানভীর আহসান, সাংবাদিক আরমান খান, তথ্য আপার কর্মকর্তা শুচিরা চাকমা শিক্ষিকা মান্টি চাকমার যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. শাহীন হোসাইন চৌধুরী, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, লংগদু থানার ওসি (তদন্ত) জালাল উদ্দীন, শিক্ষা অফিসার এমকে ইমাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহনেওয়াজ ফারুক খোরশেদ আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ

 

শেষে প্রতিযোগিতায় বিজয়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পুরস্কার, সম্মাননা সংবর্ধনা প্রদান করেন অতিথিগণ

 

এদিকে, দিনটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন পরিষদ, স্কুল-কলেজ সহ বিভিন্ন দপ্তরে আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করেছে

 

উল্লেখ্য, এদিন বিকাল ৩টায় ফুটবল ম্যাচ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে জানান উপজেলা প্রশাসন লংগদু

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions