শুক্রবার | ১৮ অক্টোবর, ২০২৪

রাঙামাটিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০২৩ ০৪:৪৮:৪১ | আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ ০৪:০৯:৪৫  |  ৪৪৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। “সবার জন্য সমতা ন্যায় বিচার” এই শ্লোগানে রাঙামাটিতে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে সকালে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় একটি র‌্যালী বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভা জেলা প্রশাসক মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার মীর তৌহিদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে দেশে মানবধিকার সুরক্ষিত রয়েছে। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বিশে^র অনেক দেশে মানবধিকার লংঘিত হলেও মানবধিকার সংস্থাগুলো চুপ থাকে। বাংলাদেশে মানবধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions