চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।রাঙামাটির লংগদু উপজেলায় নানির সাথে বেড়াতে এসে নদীর পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৬নম্বর মাইনীমুখ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড ইসলামাবাদ এলাকায় নির্মাণাধীন সেতুর পশ্চিম পাশের গ্রামে নদীর ধারে মামার সাথে দুই ভাগিনা আরিফ (১১) ও হোসেন খেলা করার সময় এক সাথে নদীর পানিতে পড়ে যায়।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, যখন দুজন পানিতে পড়ে যায়, তখন নির্মাণাধীন সেতুর কর্মরত শ্রমিকরা দেখে দ্রুত হোসেনকে উদ্ধার করে। হোসেনের জ্ঞান ফেরার পর সে আরেকজন পানিতে আছে বলে জানালে শ্রমিক এবং প্রত্যক্ষদর্শীরা পানিতে নেমে খোঁজাখুঁজি করে আরিফকে উদ্ধার করে। পরে দুইজনকেই লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আরিফকে মৃত ঘোষণা করে এবং হোসেনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এ বিষয়ে লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, ঘটনাস্থল লংগদু থানা পুলিশ পরিদর্শন করে। উক্ত বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে মৃত আরিফকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, আরিফ রাঙামাটি সদরের শিমুল তলী এলাকার রুবেল মিয়ার ছেলে। সে লংগদু উপজেলার ইসলামাবাদ এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছে।