শুক্রবার | ২৯ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে বঙ্গবন্ধু টি-২০ উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট শুরু

প্রকাশঃ ০৭ ডিসেম্বর, ২০২৩ ০৭:১২:৫৪ | আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৯:১৪:৩১  |  ৬৬৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ক্রীড়াই গড়ে সম্প্রীতি এই শ্লোগানকে সামনে রেখে তৃণমুল পর্যায়ে ক্রিকেট খেলার প্রচার প্রসার এবং প্রতিভাবান খেলোয়ার সৃষ্টি লক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামানুসারে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু হয়েছে “বঙ্গবন্ধ উন্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট”।

রাঙামাটি মারী ষ্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন।
খেলায় ১৮টি দল অংশগ্রহণ করছে।

আয়োজকরা জানান, নতুন খেলোয়ার সৃষ্টি জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যাতে ক্রিকেটে নতুন খেলোয়ার সৃষ্টি হয় এবং খেলাধুলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীিতর বন্ধন সুদৃঢ় করা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions