পাহাড় এবং সমতলের মধ্যে কোন বিভেদ থাকবে না এমন বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘাইছড়ির সাবেক মেয়রের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাজে দীর্ঘসূত্রিতা পরিহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে
ডট কম, রাঙামাটি। তফসিল বাতিল ও শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও বেগম খালেদা
জিয়ার মুক্তির দাবি ও অবরোধের সমর্থনে রাঙামাটি
জেলা ছাত্রদলের যুগ্ম
সম্পাদক ফজরুল_ইসলাম ফজলুর নেতৃত্বে রাঙামাটি শহরের
কল্যানপুর থেকে স্টেডিয়াম পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তামিম শাহরিয়ার, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক কবির তুহিন, শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইব্রাহিম টিটু, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন, কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য পারভেজ হোসেন সুমন, কলেজ ছাত্রনেতা মোঃ শাকিল সদর থানা ছাত্রদল নেতা মহিউদ্দিন আকাশ উপস্থিত ছিলেন ।
এছাড়া যুবনেতা মোঃ জসিম, যুবনেতা জুয়েল, যুবনেতা আমিরুল ইসলাম জিকো, যুবনেতা হাসানসহ ওয়ার্ড ছাত্রদল, শহর ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।