চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কারাবন্দিদের আইনি সহায়তা প্রদান ও প্রতিবন্ধকতা নিরসনে কারাবন্দি ও প্যানেল আইনজীবীদের সমন্বয় সভা ও গনশুনানি অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। সরকারি খরচে আইনগত সহায়তা সেবার জবাবদিহি ও মান নিশ্চিত করার লক্ষ্যে রোববার বিকেল সাড়ে ৩টায় রাঙামাটি জেলা কারাগারে সমন্বয় সভা ও গনশুনানি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ। জেলা সুপার মো. দিদারুল আলমের সভাপত্বিতে সভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারসহ কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্যানেল আইনজীবীদের অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, হ্লা থোয়াই প্রু মারমা, মামুনুর রশীদ, মিলন চাকমা, মাকসুদা হক, শফিউল আলম মিয়া, মো: রাশেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা লিগ্যাল এইড অফিসার আইনগত সহায়তা পেতে কারাবন্দিদের বিভিন্ন অভিযোগ শুনেন। তিনি কারাবন্দিতে আইনি সেবা বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করা তুলে ধরেন।