চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সাদা মনের মানুষ হিসেবে পরিচিত, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা ও মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকানন্দ মহাথের পরলোকগমন করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বৌদ্ধ সম্প্রদায়ের এই ধর্মীয় গুরুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা। উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন বলেন, দীর্ঘদিন ধরেই তিনি কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন। সর্বশেষ চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউ’তে রেখেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়া এবং উন্নতির সম্ভাবনা না থাকায় গতকাল (বৃহস্পতিবার) রাতে তাকে মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারে নিয়ে আসার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যোগে রাঙামাটির বাঘাইছড়ির মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারে ফেরার পথে খাগড়াছড়ির মানিকছড়িতে তিনি রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পরলোকগমন করেছেন। ভান্তের মৃতদেহ বিহারে আনা হয়েছে রাত সাড়ে ৩টার দিকে।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই ধর্মীয় গুরুর প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে সুদর্শন চাকমা জানান, ভান্তের মৃতদেহ মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারে সংরক্ষণ করে রাখা হয়েছে। সুবিধাজনক সময়ে শেষকৃত্য ও দাহক্রিয়া সম্পন্ন করা হবে।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানিয়েছেন, কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা ও মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকানন্দ মহাথের মায়ানমার ও থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে ‘অগ্র মহাপণ্ডিত’ হিসেবে ভূষিত হয়েছেন। এছাড়া তিনি পার্বত্য ভিক্ষু সংঘের চতুর্থ সংঘরাজের দায়িত্ব পালন করছেন। ভান্তের মৃত্যুতে শোকাবহ অবস্থা বিরাজ করছে বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নে।
কাচালং শিশু সদন প্রতিষ্ঠাতা ও সামাজিক কাজে অবদানের জন্য মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকানন্দ মহাথের ‘সাদা মনের মানুষ’ হিসেবে ভূষিত হয়েছিলেন।