সোমবার | ০৯ ডিসেম্বর, ২০২৪

বাঘাইছড়িতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশঃ ০৭ নভেম্বর, ২০২৪ ০৬:০৬:৪৯ | আপডেটঃ ০৯ ডিসেম্বর, ২০২৪ ১১:৩০:১২  |  ২৩৮

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যগে নভেম্বর জাতীয় বিল্পব সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত। 

 

বৃহস্পতিবার ( নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাঘাইছড়ি বিএনপির কার্যালয় সম্মুখ হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্ত মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। 

 

উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাবেদুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ উপজেলা পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

বক্তারা বিপ্লবী সংহতি দিবসের তাৎপর্যতা তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের আজকের দিনে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে উদ্ধার করে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলার জনগন বরণ করে নেন এবং তার পর থেকেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে জাতীয়তাবাদী দলকে রাজনৈতিক দল হিসেবে গঠন করে পুরো বাংলাদেশে কার্যক্রম শুরু করেন, সেই থেকে বাংলাদেশের গণমানুষের আস্থার দল হিসেবে ভালোবাসা লাভ করে।

 

বক্তারা আরো বলেন বর্তমান প্রজন্ম বিপ্লবী সংহতি দিবস সম্পর্কে একদমই অবগত না তার কারন বিগত আওয়ামী সরকার বিএনপির কোন দিবস কোন অনুষ্ঠান প্রকাশ্যে করতে দেয়নি এবং পাঠ্য পুস্তুকে শহীদ জিয়ার অবদানের কোন বিষয় তারা রাখেনি, তারা আরো বলেন আগস্টের পর বর্তমান বিএনপি সংযোত থেকে সভা সেমিনার করে যাচ্ছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আহবান জানান একই সাথে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions