চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে সমাবেশ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রাঙামাটি কাউখালী উপজেলাতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) সকাল থেকে নানা কর্মসূচি পালন করে কাউখালি উপজেলা প্রশাসন স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) কাউখালি শাখা।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া 'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালি উপজেলা চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, কাউখালী থানার পুলিশ প্রতিনিধি , ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মি. লিটন, বেসরকারি সংস্থার কাউখালী ইপসা ম্যানেজার মু. মহিউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি মোঃ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন সহ সভাপতি ইব্রাহিম প্রমূখ।
প্রধান অতিথি সামশু দোহা চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, প্রতিবছর দুর্ঘটনায় বাংলাদেশে হাজার হাজার মানুষ নিহত ও পঙ্গুত্ব বরণ করে, এটি সত্যিই বেদনাদায়ক এবং হতাশাজনক। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বর্তমান সরকার সড়ক ব্যবস্থাপনায় ব্যাপক কাজ করেছে তথাপি সড়ক পরিবহনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও জনসাধারণ দায়িত্বশীল ও সচেতন না হলে নিরাপদ সড়ক বাস্তবায়ন পুরোপুরি সম্ভব নয়। ট্রাফিক পুলিশ সহ পরিবহন মালিক ও শ্রমিকদের এই বিষয়ে আমি সবসময় তাগাদা দিয়ে আসছি, আজকের এই সভা থেকেও একই বার্তা দিচ্ছি। দায়িত্ব অবহেলা কিংবা কোনো আইনের ব্যাত্যয় ঘটলে তাঁকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে।