চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। আওয়ামী লীগ সরকারের পতন না ঘটানো পর্যন্ত আমরা বাড়ি ফিরছি না। নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার গঠন করে, সচ্ছ নির্বাচন সুনিশ্চিত হয়ে বাড়ি ফিরবো। এই আন্দোলনকে আরো শক্তিমালী করতে তৃণমূলের সংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার নির্দেশনা প্রদান করেছেন রাঙামাটি জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি দীপন তালুকদার(দিপু)।
শুক্রবার (১৩ অক্টোবর) জুরাছড়ি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে উপজেলার সকল অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দলীয় কর্মীদের এ নির্দেশনা প্রদান করেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন রশিদ মামুন দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, পদ-পদবী দখল করে থাকবেন, কিন্তু দলীয় কর্মসূচি বাস্তবায়নে পিছু হাটবেন এমন নেতা-কর্মীদের প্রয়োজন নেই।
জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি অনিল বরণ চাকমার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ধারা চঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আবুল কাসেম, জনপূর্ণ চাকমা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক শান্তি প্রিয় চাকমা, যুব দলের আহ্বায়ক আশুগোপাল চাকমা, যুগ্ন আহ্বায়ক রাজেশ চাকমা, কৃষক দলের সাধারণ সম্পাদক সুব্রত চাকমাসহ দলের নেতৃবৃন্দ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (সাকিল), যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা প্রমূখ।