চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি ( রাঙামাটি)। "অসমতার বিরুদ্ধে লড়াই করি"দুর্যোগ সহনশীল গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন বিলাইছড়ির এর আয়োজনে কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এঁর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
আরো উপস্থিত ছিলেন দুলাল বাড়ৈই,এসআই (নিঃ) বিলাইছড়ি থানা, রুবেল বড়ুয়া,উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিপ্লব বড়ুয়,সাধারন সম্পাদক উপজেলা শিল্পকলা একাডেমি বিলাইছড়ি। এছাড়াও জনপ্রতিনিধি বৃন্দ,রেডক্রিসেন্টের সদস্যগন উপস্থিত ছিলেন বলে জানা যায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন, দুর্যোগের পূর্ববর্তী এবং পরবর্তী সময় করনীয় বিষয়,জলবায়ু পরিবর্তনের সময় ভূমিধস,পাহাড়ধস,বন্যা সহ নানা দুর্যোগ মোকাবেলায় সরকার কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয় বলে জানা যায়।