শনিবার | ৩০ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে যত্রতত্র গাড়ি পাকিং করায় জেলা পুলিশের বিশেষ অভিযান

প্রকাশঃ ১০ অক্টোবর, ২০২৩ ০৭:২৬:২৭ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১২:২৭:৪৯  |  ৬২৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। 'যত্রতত্র গাড়ি পার্কিং ও যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামা করার কারণে রাঙামাটি শহরে যানজটের মূল কারণ'হিসেবে চিহ্নিত করার পর সম্প্রতি রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে শহরে সিএনজি ও মটর সাইকেল’র অবৈধ পার্কিং’র বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টাবর) শহরের ব্যস্ততম সড়ক রিজার্ভ বাজার, তবরছড়ি, বনরুপার বিএম মার্কেট ও বিশেষ করে বনরুপা চৌমুহনীতে জেলা পুলিশ ও কোতয়ালি থানা পুলিশের বিশেষ টিম শহরকে যানজট মুক্ত করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় গতকাল সোমবার আজ মঙ্গলবার সন্ধ্যায় বেশ কয়েকটি মটর সাইকেল ও অটোরিক্সা আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের সতর্ক করা হয়েছে এবং বিভিন্ন আইনী প্রক্রিয়া শেষে বেশ কয়েকজন কে মামলা দেওয়া হয় এবং সতর্ক করা হয়।

এবিষয়ে কোতয়ালি থানার ওসি আরিফুল আমিন জানিয়েছেন, শহরের বিভিন্ন মার্কেটের সামনে রাস্তার উপর প্রাইভেট কার, সিএনজি, মটর সাইকেল কিংবা বিভিন্ন কোম্পানীর গাড়ি পার্কিং করা হচ্ছে। বনরুপা চৌমুহনীতে রাস্তার সম্পূর্নটা রয়েছে অবৈধ পার্কিংয়ের দখলে। এতে করে জনগণের ভোগান্তি বেড়ে যাচ্ছে। আমরা বেশ কয়েকটি যানবাহন অবৈধ পার্কিং এর অভিযোগে আটক করি। প্রাথমিকভাবে তাদের সতর্ক করা হয়েছে এবং বিভিন্ন আইনী প্রক্রিয়া শেষে বেশ কয়েকজন কে মামলা দেওয়া হয় এবং সতর্ক করা হয়।  জেলা পুলিশের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করেছি।

তিনি আরো জানান, চালকেরা নিজ নিজ অবস্থান থেকে সচেতনভাবে দায়িত্ব পালন করলে একটি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব। পুলিশ, পরিবহন মালিক ও চালক কেউ কারও প্রতিপক্ষ নয়। শহরের যানজট নিরসনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যততত্র গাড়ি পার্কিং এবং রাস্তা অবরুদ্ধ করে যাত্রী ওঠা-নামা না করতে চালকদের অনুরোধ করেন তিনি। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানো, উল্টো পথে গাড়ি না চালাতেও তিনি চালকদের পরামর্শ দেন।

প্রসঙ্গত: রাস্তার উপর গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হলেও দিনের পর দিন রাঙামাটি শহরে যত্রতত্র গাড়ি রাখার চিত্র বেড়েই চলছে। এ পরিস্থিতিতে শহরকে যানজট নিরসনে যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে জেলা পুলিশ ব্যবস্থা গ্রহন করছে।

উল্লেখ্য, পুটপাত দখল মুক্ত করতে শহরের হকার উচ্ছেদের পর শহরে যানজটের নেপথ্যে এখন ভুমিকা রাখছে যত্রতত্র অটোরিক্স ও মটর সাইকেল এর অবৈধ পার্কিং। এই অবৈধ পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজটে ভোগিান্তির শিকার হচ্ছে শহরবাসী।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions