সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ সকালে সাড়ে নয়টার দিকে রাঙামাটি চট্টগ্রাম সড়কের দেপ্পাছড়ি এলাকায় গাছ বোঝাই গাড়িতে অতর্কিত গুলি বষর্ন করে সন্ত্রাসীরা। এতে গাড়ির চালক গুলিবিদ্ধ হয়। আহত ট্রাক চালক রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ হামলার প্রতিবাদী ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ট্রাক টার্মিনালের সামনে ট্রায়ার জ্বালিয়ে ও সড়কে ট্রাক রেখে এক ঘন্টা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
এসময়ে মালিক শ্রমিক নেতারা বলেন দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবির পাশাপাশি গাড়ির চালকের ক্ষতিপূরণেরও দাবি করেন।
পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে ঘন্টাব্যাপী অবরোধ তুলে নেয় মালিক-শ্রমিকরা। অবরোধ প্রত্যাহারের পর শহরে যানচলাচল স্বাভাবিক হয়।
এদিকে একই রাস্তায় এর আগে ট্রাক ভর্তি গাছের গাড়ী ও সিএনজি আগুন দেয়া। ধারণা করা হচ্ছে চাঁদার জন্য ভয় ভীতি প্রর্দশনের উদ্দেশ্যে গুলি করা হয়। এলাকাটি আঞ্চলিক দল ইউপিডিএফ নিয়ন্ত্রিত।