চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)।রাঙামাটির লংগদুতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় লংগদুর উদ্যোগে এবং ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প পরিচালিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী উপজেলার বাইট্টাপাড়া বাজারস্থ মোটরসাইকেল চালক সমিতির অফিসে এই ব্লাড গ্রুপিং কার্যক্রম করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্লাড গ্রুপিংয়ের উদ্বোধন করেন লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছায়ানীড় লংগদু এর আহবায়ক মো. হারুনুর রশিদ, ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রজেক্ট কো-অর্ডিনেটর নুরুল ইসলাম শাহিন, ইবনে সিনা ট্রাষ্টের সিনিয়র সহকারী ম্যানেজার মো. সাইফুল ইসলাম, মাইনীমূখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল, লংগদু উপজেলা যুবলীগের সভাপতি মো. চাঁন মিয়া, ছায়ানীড়ের সদস্য সচিব রফিকুল ইসলাম, সদস্য আল আমিন ইমরান, আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম, এ্যাডভোকেট আলাল উদ্দিন, আব্দুল্লাহ, সামিউল বাসার সম্রাট, আব্দুল আলীমসহ ছায়ানীড়ের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এ ব্লাড গ্রুপিংয়ে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগের ইনচার্জ মঞ্জুরুল ইসলাম রানা ও সহকারী নাছির উদ্দীন ব্লাড গ্রুপিং পরিচালনা করেন।