শনিবার | ৩০ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে বেতন-ভাতার দাবিতে ডিপ্লোমা ইন নার্সদের মানববন্ধন

প্রকাশঃ ০৫ অক্টোবর, ২০২৩ ০৩:১৪:০১ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০৪:৪১:৩৪  |  ৫২৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে শিক্ষানবিশকালে ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে কর্মবিরতি করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করে।

এসময় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, জনি পল  তিগ্যা, সাদিয়া জাহান, জান্নাতুল ফেরদৌস, রাকিবুল হক, আমিত দাশ অন্তু প্রমুখ।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নীতিমালা অনুযায়ী ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের সর্বশেষে ৬ মাসের ইন্টার্নশিপে নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়ার বিষয়ে বলা থাকলেও, বর্তমানে কোনো ইন্টার্ন ভাতা পাচ্ছে না তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, তিন বছর মেয়াদি ডিপ্লোমা পাস করে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে তারা কর্মরত রয়েছেন। ইন্টার্ন করা অবস্থায় কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। নেই থাকার ব্যবস্থাও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াতসহ অন্য খরচ মিটিয়ে তাদের জীবনযাপন মুশকিল হয়ে পড়েছে। ভাতা প্রদান না করা হলে ইন্টার্নসীপ বাতিলের দাবিও জানানো হয়।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্নভাবে একাধিকবার জানানোও হয়েছে। কিন্তু কোনো ফল মেলেনি। তাই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন। দাবি না আদায় পর্যন্ত কর্মসূচী চলবে বলেও জানান তারা।

কর্মবিরতিতে শতাধিক ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা অংশ গ্রহণ করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions