শনিবার | ৩০ নভেম্বর, ২০২৪

ধর্ষক সুনীল চাকমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে পিসিসিপি'র মানববন্ধন

প্রকাশঃ ০৪ অক্টোবর, ২০২৩ ০২:২৭:৪৫ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ১১:৫২:৫৩  |  ৮৭৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সুনীল কুমার চাকমা কর্তৃক এক কিশোরীকে ধর্ষণ করায় উক্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো: হাবীব আজম এর সভাপতিত্বে ও পৌর সভাপতি পারভেজ মোশারফ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি'র) কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান মজিব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি রাঙামাটি জেলা সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক হুমায়ন কবির, পিসিসিপি পৌর সভাপতি পারভেজ মোশারফ হোসেন প্রমুখ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি।
বক্তারা বলেন, জুমার নামাজের সময় অভিভাবকরা বাড়ির বাইরে থাকায় খালি ঘরে একা পেয়ে দরিদ্র পরিবারের বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী কন্যাকে ধর্ষন করার সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হাতে নাতে লম্পট সুনীল কুমার চাকমাকে আটক করে। এসময় টহলরত নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুনীল চাকমাকে কিশোরীর ঘর থেকে আটক করে।  
এই ঘটনায় ভিকটিম কিশোরীর পিতা বাদি হয়ে জুরাছড়ি থানায় মামলা দায়ের করেছেন।

বক্তারা আরো বলেন, পাহাড়ে পান থেকে চুন খসলেই নারী সংগঠনগুলো যেখানে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ও কিছু সাংবাদিক নানা রং লাগিয়ে নিউজ করে আইনশৃঙ্খলাবাহিনীকে বিতর্কিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। সে সকল পাহাড়ি নারী সংগঠনগুলো কিশোরীকে জোর পূর্বক ধর্ষণকারি সুনীল কুমার চাকমার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ না করায় তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions