চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের একুইজ্জ্যাছড়ি এলাকায় পর্যটকবাহী পিক-আপ (ফেনী মেট্রো-০২০০৮) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১২ জন পর্যটক আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে স্থানীয়রা।
সোমবার বিকেলে ৪ টার সময় এই দুর্ঘটনা ঘটে।
সাজেক থানার ওসি নুরুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন খাগড়াছড়িগামী সাদারঙের একটি পিক-আপ ১২ জন পর্যটক নিয়ে সাজেক থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপড় উল্টে যায় এবং গাড়ীতে থাকা সবাই সড়কে ছিটকে পড়েন ১২ জন আহত হয় এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। পরে আহতদের উদ্ধার করে সেনাবাহিনীর সহায়তায় দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে তৎক্ষানিক পর্যটকদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি।
প্রসঙ্গত: গত কয়েকদিন সাজেকে পর্যটকে ভিড় বাড়ায় সড়কে যানবাহনের চাপ বেড়েছে।