সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে কৃষকদের মাঝে পাওয়ার টিলারসহ কৃষিজ সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
আজ সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং। এসময় এসময় মিজ বাসন্তী চাকমা এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীসহ জেলা পরিষদ, জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোমবার সকালে রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃ- গোষ্ঠি মিলনায়তনে কৃষি উপকরণ বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বলেন, কৃষক বাঁচলে দেশ বাচবে। জাতির পিতা কৃষির উন্নয়নের জন্য কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক তৈরি করেছেন। কৃষকরা আমাদের বাচিয়ে রেখেছেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের উদ্যেগের কারণে কৃষির উন্নয়ন হচ্ছে। আধুনিক মিশনারিজ প্রদান করা হচ্ছে কৃষকদের। জমিতে সারা বছর চাষাবাদ হচ্ছে। বিনামূল্যে কৃষকদের মাঝে গাভি বিতরণ, সাড়ে ৪৪হাজার মানুষকে বিনামূল্যে সোলার বিতরণ করা হয়েছে।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদূর ঊশৈসিং এমপি বলেন, আওয়ামীগ ৯৬ সালে ক্ষমতায় এসে পাহাড়ে শান্তি এনেছেন রাজনৈতিক ভাবে। ৯৭ সালে শান্তি চুক্তি করেছেন। শান্তি চুক্তির কারণে বর্তমানে পাহাড়ের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। সরকার ধীরে ধীরে শান্তি চুাক্তর সব ধারা বাস্তবায়ন করছে। পার্বত্য চট্টগ্রাম দেশের বোঝা নয়, দেশের গুরুত্বপূর্ণ সম্পদ বলে মন্তব্য করেন মন্ত্রী।
আলোচনাসভা শেষে জেলার ১০ উপজেলার ৩২০ জন কৃষকের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করেন অতিথিরা।