চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদূর ঊশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক। সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান কার্যালয়ে রাঙামাটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের সাথে সৌজন্য আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী এখানে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে দিয়েছে। সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতের উন্নয়নে সকলের সমন্বয় দরকার। সমন্বয় করলে এ অঞ্চলের পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়ন হবে।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সুপ্রদীপ চাকমা, ভাইস চোয়ারম্যান নুরুল আলম চৌধুরী, সদস্য হারুনুর রশীদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ উন্নয়ন বোর্ড এবং প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।