শনিবার | ৩০ নভেম্বর, ২০২৪
রাঙামাটিতে চ্যানেল আইয়ের বর্ষপূর্তি উদযাপন

সৎ সাংবাদিকতা দেশ ও সমাজকে অনেক দুর এগিয়ে নিতে পারে - মোশারফ হোসেন খান

প্রকাশঃ ০১ অক্টোবর, ২০২৩ ০৭:৫৫:২১ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০১:৩৮:১২  |  ৫১৮

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেছেন, একজন সৎ সাংবাদিক দেশ সমাজকে অনেক দুর এগিয়ে নিতে পারে। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, তাদের লেখনির মাধ্যমে আমরা সবকিছু জানতে পারি এবং বুঝতে পারি। তিনি আরো বলেনসঠিক তথ্যের মাধ্যমে সাধারন জনগন যেরকম সত্য কথা জানতে পারে তেমনি ভুল তথ্যের কারনেও অনেক সময় জনগন সমাজ ক্ষতিগ্রস্থ হয়। তাই  সৎ থেকে সঠিক তথ্য জানানোর মাধ্যমেই একজন সাংবাদিক দেশকে এগিয়ে নিতে পারে। 

 

দেশের স্বনামধন্য বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলচ্যানেল আইয়ের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রবিবার সকালে রাঙামাটি প্রেস ক্লাবে অনুষ্ঠিত বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান  এসব কথা বলেন

 

চ্যানেল আই রাঙামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষপূর্তির আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহীদ

 

সময় উপস্থিত ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক প্রবীণ সাংবাদিক কে এম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক মো: আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, সাবেক সাধারন সম্পাদক মো: আলী, নারী নেত্রী টুকু তালুকদার, দৈনিক রাঙ্গামাটির ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি, সাংবাদিক পূলক চক্রবর্ত্তী, মিল্টন বাহাদুর, মো: সোলায়মান, আলমগীর মানিক, শফিকুল ইসলাম, মঈনুদ্দিন বাপ্পী, মো: শাহালমত্রিপুরা কল্যান ফাউন্ডেশনের প্রতিনিধি ঝিনুক ত্রিপুরা, জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ নেতা উজ্জল চাকমা, যুব সংগঠক মো: ইকবাল হোসেন, মো: মাসুদ রানা রুবেল প্রমুখ

 

জেলা প্রশাসক আরো বলেন, বর্তমানে দেশের মধ্যে যে কয়টি বেসরকারী স্যাটেলাইট চ্যানেল রয়েছে তার মধ্যে চ্যানেল আই অন্যতম এবং তারা ভালোভাবেই কাজ করে যাচ্ছে। তিনি চ্যানেল আইয়ের মাধ্যমে রাঙ্গামাটি জেলার সমস্যা সম্ভাবনাকে তুলে ধরার আহবান জানান

 

তিনি  চ্যানেল আইয়ের বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানের  সকলকে শুভেচ্ছা জানান

 

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, চ্যানেল আই বিনোদনের পাশাপাশি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। চ্যানেল আই দেশের কৃষি সম্ভাবনাকে তুলে ধরার পাশাপাশি দেশের বিভিন্ন অর্জন বিশ্বের দরবারে তুলে ধরছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি চ্যানেল আইয়ের সফলতা কামনা করেন এবং প্রতিষ্ঠানের সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন

 

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক জেলা পুলিশ সুপারকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক কে এম মকছুদ আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়

 

ছাড়া চ্যানেল আই প্রকৃতি জীবন ক্লাবের উপদেষ্টাদের হাতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয

 

পরে কেক কেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions