সোমবার | ৩০ ডিসেম্বর, ২০২৪

বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহারের ধর্মদেশনা মঞ্চ নির্মাণ কাজ শুরু

প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০২:৩৮:১৩ | আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ ০২:৫৩:৪৮  |  ৪৮৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বৌদ্ধ ধর্মালম্বীদের সুবিধার্থে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ৮০লক্ষ টাকা ব্যয়ে একতলা বিশিষ্ঠ বান্দরবান পৌরসভার রাজগুরু বৌদ্ধ বিহারের ধর্মদেশনা মঞ্চ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।

বৃহস্পতিবার (২১শে সেপ্টেম্বর) সকালে রাজগুরু বৌদ্ধ বিহারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং রাজগুরু বৌদ্ধ বিহারের ধর্মদেশনা মঞ্চ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরস্থাপন কাজের শুভ উদ্বোধন করেন।

পরে পার্বত্যমন্ত্রী রাজগুরু বৌদ্ধ বিহারের ধর্মদেশনা মঞ্চ নির্মাণ কাজের প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং বিহার প্রাঙ্গনে এক সমবেত প্রার্থনায় অংশ নেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম ,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমানসহ রাজগুরু বৌদ্ধ বিহারের দায়ক দায়িকা এবং সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions