সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে থানচি উপজেলায় নির্মাণ কাজ শুরু হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। বৃহস্পতিবার (৪ মে) সকালে থানচি সদর এর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শেখ রাসেল এর নামে মিনি স্টেডিয়াম নির্মান কাজের শুভ সূচনা করা হয়।
শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর কাজের উদ্বোধনের শুভ সূচনা করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর। এসময় জাতীয় ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোকলেসুর রহমান, কনসালটেন্ট সুমেদ চাকমা, সহকারী প্রকৌশলী অনুপম চাকমা, থানচি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো. সূজন মিঞা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নিজাম উদ্দিন, থানচি প্রেস ক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সুত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পূর্বে ৩০০নং আসনের সংসদ সদস্য ও বর্তমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি থানচি উপজেলাবাসীকে প্রতিশ্রতি দিয়েছিলেন উপজেলায় একটি মিনি স্টেডিয়াম করা হবে আর আজ থেকে শেখ রাসেল এর নামে একটি মিনি স্টেডিয়াম নির্মান কাজের শুভ সূচনা হওয়ায় আনন্দিত থানচি উপজেলাবাসী।
আরো জানা যায়,য্বু ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নের প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে শেখ রাসেল মিনি স্টেডিয়ামটির নির্মাণ কাজ আগামী ২৪সালের জুন এর আগে শেষ হওয়ায় আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।